নেতৃত্বদান বিষয়ক কর্মশালা- ২০২৩

এডওয়ার্ড হালদার: গত ১২-১৪ অক্টোবর, ২০২৩ খ্রিস্টবর্ষে বরিশাল কাথলিক ডাইওসিসের ভক্ত জনগণ বিষয়ক কমিশনের আয়োজনে নেতৃত্বদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার মূলভাব: “মিলন ধর্মী মণ্ডলীতে একসাথে পথ চলার আনন্দ”। স্থান: সেক্রেড হার্ট পাস্টরাল সেন্টার, গৌরনদী। কর্মশালার উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশপ ইম্মানুয়েল রোজারিও, ফাদার জেরম রিংকু গোমেজ, ফাদার লরেন্স সৈকত বিশ্বাস।

নেতৃত্বদান বিষয়ক কর্মশালার বিষয় সমূহের উপর সহভাগিতা করেন; “মিলন ধর্মী মল্ডলীতে একসাথে পথ চলার আনন্দ”- শ্রদ্ধেয় বিশপ ইম্মানুয়েল রোজারিও, ‘ক্রেডিট ইউনিয়নের নেতৃত্ব ও গুরুত্ব’ – ফাদার লিটন ফ্রান্সিস গোমেজ সিএসসি, ক্ষুদ্র খ্রিস্টীয় বাণীর গুরুত্ব ও বাণী সহভাগিতা- ফাদার আলভিন গোমেজ, সিস্টার মেরী বেনেডিক্টা এসএমআরএ ও ফাদার কল্লোল রোজারিও, “ম-লীতে খ্র্স্টিীয় নেতৃত্বদান”- হিউবাট চয়ন রিবেরু (সিডিআই, ঢাকা) ও মণ্ডলিতে নারীদের অবদান- ইভন ডি’ রোজারিও। মিলন ধর্মী ম-লীতে একা একা আমরা যেন পথ না চলি, আমরা যেন এক অন্যকে সাথে নিয়ে পথ চলি তার উপর বক্তাগণ বিশেষ গুরুত্ব প্রদান করেন। পিছিয়ে পড়া জনগণকে এক সাথে নিয়ে সমবায়ের মধ্যদিয়ে সঞ্চয় করি এবং খ্রিস্টীয় আদর্শ পরিবার গঠন করি। প্রতিদিন প্রার্থনার এবং বাইবেল সহভাগিতার মধ্যদিয়ে একটি খ্রিস্টীয় সমাজ গঠন করি যা ছিল এই কর্মশালার মূল বিষয়। কর্মশালায় আরো ছিল রোজারিমালা সহভাগিতা ও মালা প্রার্থনা, পরিচালনা করে ফাদার রিজন মারিও বাড়ৈ। এই কর্মশালায় বরিশাল কাথলিক ডাইওসিসের ৭টি ধর্মপল্লী ও ২টি উপ-ধর্মপল্লী থেকে ফাদারগণ, সিস্টারগণ এবং ভক্ত জনগণ সহ মোট ৭০ জন উপস্থিত ছিলেন।