গত ৩ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দে রোজ বুধবার সন্ধায় ‘বাংলাদেশ খ্রীষ্টান মুক্তিযোদ্ধা ও প্রজন্ম কল্যাণ পরিষদ’ ইয়ান-তুন চাইনিজ এন্ড থাই রেস্টুরেন্ট, ফার্মগেটে বাংলাদেশের বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে এক ইফতার পার্টি ও ইষ্টার পূণর্মিলনী উৎসবের আয়োজন করে। সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে ‘আমরা সম্প্রীতির কথা বলি’ শ্লোগানে এখানে উপস্থিত হন মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের অনেক প্রবীণ বীর মুক্তিযোদ্ধা।
স্বাধীনতার পর গত ৫৪ বছরে বীর মুক্তিযোদ্ধাদের এমন যৌথ ধর্মীয় সম্প্রীতির অনুষ্ঠান এটাই প্রথমবার সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘বাংলাদেশ খ্রীষ্টান মুক্তিযোদ্ধা ও প্রজন্ম কল্যাণ পরিষদ’ সংগঠনের বীর মুক্তিযোদ্ধা চিত্ত ফ্রান্সিস রিবেরু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফাদার বুলবুল আগষ্টিন রিবেরু, সম্পাদক, সাপ্তাহিক প্রতিবেশী।
বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শহিদুর রহমান শহিদ, প্রাক্তন ডেপুটি কমান্ডার, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, ঢাকা জেলা, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) লেলিন, বীর মুক্তিযোদ্ধা ও নাট্য সংগঠক ইউজিন ভিনসেন্ট গোমেজ, মেজর (অব.) বীর মুক্তিযোদ্ধা বিজয় ম্যানুয়েল ডি’ প্যারিস, বীর মুক্তিযোদ্ধা নেলসন রেমা, কোম্পানী কমান্ডার, ময়মনসিংহ, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মো: আব্দুস সালাম খান, বীর মুক্তিযোদ্ধা শ্রীমাণ হীরেন পন্ডিত, বীর মুক্তিযোদ্ধা আতিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ দাস, বীর মুক্তিযোদ্ধা সুরেখা হালদার, বীর মুক্তিযোদ্ধা জন বোস, বীর মুক্তিযোদ্ধা জোনাস ঢাকী সহ আরো অনেক বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা সহ তাদের পরিবার ও শুভাকাঙ্খিগণ। উল্লেখ্য, ‘বিবেক মিডিয়া এন্ড পাবলিকেশন, ঢাকা’-এর সৌজন্যে অনুষ্ঠানটি সম্পাদিত হয়।
সংবাদদাতা: স্যামুয়েল পালমা