জ্যাষ্টিন গোমেজ : বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ও বাংলাদেশ নজরুল সংগীত সংস্থার সভাপতি জোসেফ কমল রড্রিক্স এর প্রয়াণে স্মরণ সভা অনুষ্ঠিত গত ৬ মার্চ ২০২১ খ্রিস্টাব্দ, ওয়াইডাব্লিওসিএ, মোহাম্মদপুর ঢাকায়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ নজরুল সংগীত সংস্থার সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার কোষাধ্যক্ষ করিম হাসান খান। এছাড়াও উপস্থিত ছিলেন, সরগম সাংস্কৃতিক দল এর সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, বিশিষ্ট লেখক ড. আগষ্টিন ডি’ক্রুশ, বাসুরি’র খালেকুর জামান, হলিক্রস কলেজের প্রাক্তন শিক্ষক জেরাল্ড রড্রিক্স, গাব্রিয়েল রোজারিও, মাহাবুবুল হক ও অন্যান্য গণ্যমান্যসহ মোট ৩৫জন এই স্মরণ সভায় আসেন।
খায়রুল আনাম শাকিল বলেন, বেশি অসময়ে চলে গিয়েছেন আমাদের সাবার প্রিয় কমল রড্রিক্স। আমরা সবাই অনেক চেষ্টা করছি তাকে ধরে রাখার জন্যে। আরো ৫ বছরের জন্যে তাকে ধরে রাখতে পারলে হয়তো অনেক স্বপ্ন পূরণ হতো। অনুষ্ঠানে ড. আগষ্টিন ডি’ক্রুশ বলেন, কমলে সাথে আমার কোন অফিসিয়াল সম্পর্ক নয়, এক পরিবরের সদস্য হিসেবে একে অপরকে সাহায্য সহযোগিতা করেছি। তার ব্যক্তিত্ব ছিল অসাধারণ। আর এর ফলে তিনি আমাদের খ্রিস্টান মহলে ও জাতীয় পর্যায়েও সুনাম অর্জন করেছেন প্রচুর। বাংলাদেশ নজরুল সংগীত সংস্থার গবেষণা ও প্রশিক্ষণের সম্পাদক কল্পনা আনাম বলেন, এভাবে তিনি আমাদের ছেড়ে চলে যাবেন তা আজও কল্পনা করতে পারছি না। শুদ্ধতা চর্চার প্রতি তা যে অনুরাগ ছিল তা সত্যি অনুকরনীয়। গাব্রিয়েল রোজারিও তার স্মৃতিচারণে বলেন, এই বিশিষ্ট শিল্পী এতো বিনয়ী ছিলেন যে তাকে যেখানে সাহায্যের জন্যে আমরা ডেকেছিলাম সেখানেই গিয়েছেন। আর তিনি দায়িত্ব নিয়ে যে কাজ করতেন তা শুধু সম্পন্নই করতেন না, সুম্পন্ন করতেন। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যরা বক্তব্য রাখেন এবং এরপর ৮:৩০ মিনিটে সকলে হালকা নাস্তা করার পর আয়োজনের সমাপ্তি ঘটে।