১৩ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ নলুয়াকুঁড়ি ধর্মপল্লীতে ফাদার জোভান্নী গারগান এসএক্স এর ২৫ বছরের যাজকীয় জীবনের রজত জয়ন্তী পালন করা হয়। খ্রিস্টযাগে এ পৌরহিত্য করেন ফাদার জোভান্নী গারগান, সহযোগীতায় ছিলেন ফাদার বেজ্ঞামিন গমেজ এসএক্স ও ফাদার সুনির্মল মৃ। খ্রিস্টযাগের শুরুতে ফাদারের সম্পর্কে সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন বিজয় চিসিম সহকারী শিক্ষক। অতঃপর শোভাযাত্রা ও নাচের মাধ্যমে খ্রিস্টযাগের মূল অংশ শুরু হয়। উল্লেখ্য যে, ফাদার ২০০৭ খ্রিস্টাব্দে বাংলাদেশে আসেন সুদূর ইতালী থেকে। এরপর পর্যায়ক্রমে বাংলার বুকে বিভিন্ন জায়গায় পালকীয় কাজে গুরুত্বপূর্ণ দায়িত্বপালনে নিয়োজিত ছিলেন। ফাদারের আন্তরিকতা, মানুষকে নিজের করে ভাবা, বাংলার ভাষাকে লালন সত্যি অতুলনীয়। খ্রিস্টযাগ শেষে ফাদারকে সম্বর্ধনা দেওয়া হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। যেখানে ধর্মপল্লীবাসী এবং অন্যান্য এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গারো সংস্কৃতি অনুযায়ী ফাদারকে, ফাদার হাউজের সামনে থেকে কীর্তন করে র্গিজা প্রাঙ্গণ পর্যন্ত নিয়ে আসা হয় ও পা ধোয়ানো এবং খুতুপ পরানো হয়, সেসাথে মাল্য প্রদান করা হয়। পরিশেষে দুপুরের আহার এর মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হয়।
সিস্টার মিতা গ্লোরিয়া রোজারিও এসএসএমআই