চট্টগ্রামে প্রায়শ্চিত্তকালীন দম্পতি সেমিনার

গত ৮-৩-২০২৪ খ্রিস্টাব্দ, রোজ শুক্রবার সকাল ৯ টায় চট্টগ্রাম কাথিড্রাল গির্জায় বিভিন্ন বয়সের দম্পতিদের নিয়ে প্রায়শ্চিত্তকালীন এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের মূলভাব ছিল ‘খ্রিস্টীয় মূল্যবোধ রক্ষায় একজন দায়িত্বশীল দম্পতি হিসেবে নিজেদের যাচাই করে দেখো ‘ (২য় করিন্থিয় ১৩:৫ পদ)।

সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম কাথিড্রাল ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার রিগন ডি’ কস্তা।

মূলভাবের আলোকে মূল বক্তব্য উপস্থাপনসহ অনুষ্ঠান পরিচালনা করেন ফাদার সৃজন, এসজে। তাকে সহযোগিতা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন আর্চডায়োসিসের ভিকার জেনারেল ফাদার টেরেন্স রড্রিক্স ও ফাদার পিন্টু ডি’ কস্তা।

সেমিনারে ৩৮ দম্পতি, শুভাকাঙ্ক্ষী ও আরএনডিএম সিস্টার ও এসপাইরেন্ট /নবীসগণ অংশ নেন। বিকেলে খ্রিস্টযাগ ও ক্রুশের পথের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সংবাদদাতা: এলড্রিক বিশ্বাস