Categories সংবাদ

তেজগাঁও ধর্মপল্লীতে খ্রিস্টীয় আধ্যাত্মিকতা ও মূল্যবোধের উপর সেমিনার

গত ২৪ মে ২০২৪ খ্রি: তেজগাঁও ধর্মপল্লী পালকীয় পরিষদের শিক্ষা কমিটির উদ্যোগে ধর্মপল্লীর মাদার তেরেজা ভবনের হলরুমে খ্রিস্টীয় আধ্যাত্মিকতা মূল্যবোধ এর উপর শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়। অর্ধদিবস ব্যাপি এই সেমিনারে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণীর ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রার্থনা ও বাইবেলে পাঠের মধ্যদিয়ে সেমিনার শুরু হয়। শিক্ষা উপকমিটির আহবায়ক মি. উইলিয়াম রনি গমেজ সেমিনারে আগত সকলকে শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে স্বাগত জানান। সেমিনারের মূলবক্তা হিসেবে নির্ধারিত বিষয়ের উপর তেজগাঁও ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার জয়ন্ত এস. গমেজ বলেন, যিশু খ্রিস্টের সাথে সম্পর্ক রেখে তাঁর আদর্শ অনুসারে জীবন যাপন করাই হলো খ্রিস্টিয় আধ্যাত্মিকতার মূলকথা। পাল-পুরোহিত দশ আজ্ঞা ও অষ্ট কল্যাণ বাণীর আলোকে অত্যন্ত প্রাণবন্ত ভাষায় তাঁর বক্তব্য উপস্থাপন করেন। এছাড়া বর্তমান সামাজিক বাস্তবতায় মূল্যবোধের গুরুত্ব এবং শিক্ষার প্রয়োজনীয়তা বিষয়ে সহভাগিতা করেন যথাক্রমে পালকীয় পরিষদের সেক্রেটারি মি.আগষ্টিন সুবাস পিউরীফিকেশন ও শিক্ষিকা মিসেস সংগীতা রড্রিকস। শিক্ষা উপকমিটির সদস্য অর্জনা সাংমার ধন্যবাদ মূলক বক্তব্যের মধ্য দিয়ে সেমিনার শেষ হয়। শেষে সবাই টিফিন গ্রহণ করে নিজ নিজ গন্তব্যে ফিরে যায়। 

সংবাদ প্রেরক: আগষ্টিন সুবাস পিউরীফিকেশন