বাংলাদেশের ধর্মপ্রদেশীয় যাজকদের নবায়ন কোর্স

বাংলাদেশের ধর্মপ্রদেশীয় যাজক যারা ২০২০ থেকে ২০২৩ খ্রিস্টবর্ষে যাজক পদে অভিষিক্ত হয়েছেন তাদেরকে নিয়ে গত ৫ – ১০ মে, ২০২৫ খ্রিস্টবর্ষে  খুলনা ধর্মপ্রদেশের নড়াইলের গিলভানি সেন্টারে নবায়ন কোর্স অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের ৮টি ধর্মপ্রদেশ থেকে মোট ২২ জন যাজক অংশগ্রহণ করেন।

৫ মে বাংলাদেশের বিভিন্ন  স্থান থেকে অংশগ্রহণকারী যাজকগণ নড়াইলের গিলভানি সেন্টারে এসে উপস্থিত হলে ফাদার বাবলু সরকার সকল যাজকদের শুভেচ্ছা জানান।

নবায়ন কোর্সের প্রতিপাদ্য বিষয় ছিল: ‘পালকীয় কাজে যাজকীয় সেবার আনন্দ।’ ৬ মে সকালের খ্রিস্টযাগের মধ্য দিয়ে নবায়ন কোর্সের কার্যক্রম শুরু হয়। খ্রিস্টযাগে পৌরহিত্য করেন খুলনা ধর্মপ্রদেশের বিশপ জেমস্ রমেন বৈরাগী। এরপর সকাল ০৮:৩০ মিনিটে উদ্বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে নবায়ন কোর্সের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এই উদ্বোধন  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা ধর্মপ্রদেশের ধর্মপাল জেমস্ রমেন বৈরাগী, বিডিপিএফএর সহ-সভাপতি ফাদার উইলিয়াম মুর্মূ, গিলভানি সেন্টারের পরিচালক ফাদার বাবলু সরকার, স্থানীয় চেয়ারম্যান ও অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রথমে এলাকার পক্ষ থেকে বরণ-নৃত্য ও ফুলের মধ্য দিয়ে অংশগ্রহণকারী যাজকদের বরণ করে নেওয়া হয়। পরে বিশপ জেমস্ রমেন বৈরাগী আনুষ্ঠানিকভাবে নবায়ন কোর্সের উদ্বোধন  ঘোষণা করেন ও স্বাগত বক্তব্যে বলেন, আমাদের জীবনে সবাইকে নবায়িত হতে হয়। তাই নবায়ন কোর্স অত্যন্ত দরকারী।  বিডিপিএফ এই নবায়ন কোর্সের জন্য স্থান হিসেবে খুলনা ধর্মপ্রদেশকে নির্বাচিত করার জন্য ধন্যবাদ জানান।

বিভিন্ন বিষয়ের উপর যাজকদের শিক্ষা প্রদান করেন বিভিন্ন অতিথি যাজকগণ। ১) ফাদার বাবলু সরকার: ‘পালকীয় কাজে, যাজকীয় সেবার আনন্দ’; ২) ফাদার মানুয়েল হেম্ব্রম: ‘যাজকীয় সেবাজীবনে ঐশবাণী’; ৩) ফাদার রোদন হাদিমা: ‘যাজকীয় জীবনে সাক্রামেন্তীয় সেবাকাজে আনন্দ’: ৪) ফাদার প্রেমু রোজারিও: ‘পাল-পুরোহিতের সাথে সহকারী-পালপুরোহিতের সম্পর্ক’: ৫) ফাদার জ্যোতি এফ, কস্তা: ‘বর্তমান বাস্তবতায় যাজকীয় জীবনের চ্যালেঞ্জ ও উত্তরণ’:৬) ফাদার মিন্টু পালমা : ‘যাজকীয় পরিচয় ও আনুশাসনিক মুল্যবোধ ও নৈতিক তত্ত্¦-মন্ত্র’: ৭) ফাদার নরেন বৈদ্য: ‘জনগণের সাথে ধর্মপ্রদেশীয় যাজকের সম্পর্ক’। এছাড়াও অংশগ্রহণকারী যাজকগণ নির্ধারিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের সহভাগিতা ও চিন্তা উপস্থাপন করেন, এছাড়াও ছিল উন্মুক্ত সহভাগিতার জন্য যথেষ্ট সময়।

৯ মে ছিল বিভিন্ন দর্শনীয় স্থান, যথা- সাতক্ষীরা ও যশোহর ধর্মপল্লী ভ্রমণ। যা ছিল খুবই আনন্দপূর্ণ ও শিক্ষণীয়। নবায়ন কোর্সের সমাপ্তিতে বিডিপিএফএর সভাপতি ফাদার মিন্টু এল পালমা সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিশেষ করে বিশপ জেমস্ রমেনসহ সকল বিশপগণদেরকে। বিশেষ ধন্যবাদ প্রদান করা হয় সেন্টারের পরিচালক ফাদার বাবলু সরকারকে।  

উল্লেখ্য যে, অংশগ্রহণকারী কয়েকজন যাজক তাদের সহভাগিতায় এই কোর্সের প্রয়োজনীয়তা ও গুরুত্বের কথা তুলে ধরেন। এই কোর্সের সার্বিক সহযোগিতায় ছিলেন ফাদার যোয়াকিম গাইন ও ফাদার ভিনসেন্ট মণ্ডল এবং সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন বিডিপিএফ এর সেক্রেটারী ফাদার রুবেন এস, গমেজ।

সংবাদ প্রেরক: ফাদার রুবেন এস, গমেজ

Leave a Reply