পবিত্র আত্মা উচ্চ সেমিনারী, বনানীতে ডিকন পদে মনোনয়ন লাভের অনুষ্ঠান

 

 গত ২৬ এপ্রিল, শনিবার পবিত্র আত্মা উচ্চ সেমিনারীতে ভক্তিপূর্ণভাবে খ্রিস্টযাগের মধ্যদিয়ে ১৫ জন সেমিনারীয়ান ভাই ডিকন/পরিসেবক পদে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন লাভ করেন। প্রার্থীরা ২৫ এপ্রিল, শুক্রবার নির্জন ধ্যান, আরাধনা ও আধাত্মিকভাবে প্রস্তুতি গ্রহণ করে। ফাদার পল গমেজ, পবিত্র আত্মা উচ্চ সেমিনারী’র পরিচালক, ফাদার রোদন রবার্ট হাদিমা, সহকারী পরিচালক, ফাদার মিল্টন যোসেফ রোজারিও, শিক্ষা পরিচালক, ফাদার স্ট্যানলী কস্তা, আধ্যাত্মিক পরিচালক, ফাদার ফ্রান্সিস মূর্মু, ফাদার পিটার শ্যানেল গমেজ, ফাদার ইনবার্ট কোমল খান, ফাদার সুজন কর্ণেলিউস গমেজ এবং অন্যান্য ফাদারগণ, সিস্টারগণ, সেমিনারীয়ানগণ এবং খ্রিস্টভক্তগণ উপস্থিত ছিলেন ।
ডিকন পদে মনোনয়ন লাভের অনুষ্ঠানে পবিত্র খ্রিস্টযাগে পৌরোহিত্য করেন- পরম শ্রদ্ধেয় বিশপ সেবাস্টিয়ান টুডু ডি.ডি., দিনাজপুর ধর্মপ্রদেশ। খ্রিস্টযাগের উপদেশে তিনি বলেন-‘‘যাজক ও ডিকনদের বেদীতে সাহায্য করা অন্যতম প্রধান সেবা কাজ’’। তিনি আরো বলেন- আমাদের এর চেয়েও বেশি গুরুত্ব দিতে হবে ‘প্রার্থনা ও সেবার’ প্রতি। প্রার্থনা ও সেবার মাধ্যমেই আমরা ঈশ্বরের সাথে ও মণ্ডলীর সাথে আরো বেশি যুক্ত থাকি। যিশু তাঁর জীবনে- প্রার্থনাকে গুরত্ব দিয়েছেন। যিশু অন্ধকে আলো দিয়েছেন, খঞ্জকে চলার শক্তি, বোবাকে কথা বলার শক্তি দিয়ে সেবার কাজ করেছেন। তাই আসুন- আমরাও আমাদের দৈনন্দিন জীবনে প্রার্থনা ও সেবা কাজকে গুরত্ব দেই। তিনি আরোও বলেন, তোমরা সকল জাতির মধ্যে যিশুকে প্রচার করবে তোমাদের জীবনাচরণের মধ্যদিয়ে। তোমাদের জীবনাচরণ যেন হয়ে উঠে যিশুময় জীবন। মণ্ডলীতে আমাদের আরোও ফাদার, সিস্টার, ব্রাদার প্রয়োজন। পরিশেষে সকলের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। উল্লেখ্য, খ্রিস্টযাগে ফাদার, সিস্টার, সেমিনারীয়ান এবং খ্রিস্টভক্তসহ প্রায় ৮০ জনের মতো উপস্থিত ছিলেন।

 

প্রতিবেদক: আলবার্ট টুডু

Leave a Reply