বিগত ৮ সেপ্টেম্বর, ২০২৩ খিস্টাব্দ, রোজ শুক্রবার নাগরী ধর্মপল্লীর প্রতিপালক টলেন্টিনুর সাধু নিকোলাসের পর্ব অতি আনন্দ এবং ভক্তিপূর্ণ ভাবগাম্ভির্যের সাথে পালন করা হয়। পর্বের পূর্ব প্রস্ততিস্বরূপ নয়দিন ব্যাপি নভেনা করা হয়। প্রত্যেক দিনের নভেনায় সাধু নিকোলাসের জীবনের গুণ নিয়ে ধ্যান প্রার্থনা করা হয়। নাগরী ধর্মপল্লীর প্রত্যেটি গ্রাম ও হলিক্রশ ব্রাদার হাউজ এর ছেলেরা প্রস্ততি নিয়ে নভেনায় দায়িত্ব পালন করেছেন। নয়দিনের নভেনায় বিভিন্ন জায়গা থেকে ফাদারগণ এসে খ্রিস্টযাগ পরিচালনা করেন ও গঠনমূলক সহভাগিতা রাখেন। নভেনা শেষে আধ্যাত্মিকপূর্ণভাবে পর্বীয় খ্রিস্টযাগ করা হয়।
পবিত্র খ্রিস্টযাগের দ্বারা সাধু নিকোলাসের মাধ্যমে ঈশ্বরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানানো হয়। পবিত্র খ্রিস্টযাগে ভাওয়াল অঞ্চলের বিভিন্ন ধর্মপল্লী ও অন্যান্য ধর্মপল্লী থেকে বেশ কয়েকজন যাজক, ব্রাদার, সিস্টার উপস্থিত ছিলেন। এছাড়াও বহু সংখ্যক খ্রিস্টভক্তগণও এই পর্বীয় খ্রিস্টযাগে ভক্তিপূর্ণভাবে অংশ নিয়েছেন। পবিত্র খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন ফাদার স্ট্যানলী চঞ্চল কস্তা। তিনি আধ্যাত্মিকপূর্ণভাবে সাধু নিকোলাসের জীবন, তাঁর জীবনে আশ্চর্য কাজ, ত্যাগস্বীকার, খ্রিস্টযাগের প্রতি তার ভালবাসা, পরিবারে পিতা-মাতার ভূমিকা, নাগরী ধর্মপল্লীর গীর্জার ইতিহাস, আমাদের করুণীয় অর্থপূর্ণভাবে উপদেশের মাধ্যমে সবার হৃদয়ে ছড়িয়ে দেন। পবিত্র খ্রিস্টযাগের পরে ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার খোকন ভিনসেন্ট গমেজ পবিত্রভাবে পর্ব পালনে যারা সাহায্য সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পরিশেষে ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতার একটি গান ও আনন্দ করার মধ্য দিয়ে পর্বীয় উৎসবের সমাপ্তি হয়।
-ফাদার বিশ্বজিৎ বার্ণার্ড বর্মন