ময়মনসিংহ ধর্মপ্রদেশে যুব এনিমেটরদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ-২০২০

ফাদার তিতুস তিতাস মৃ : গত ৯-১০ সেপ্টেম্বর ২০২০ খ্রিস্টাব্দে ময়মনসিংহ ধর্মপ্রদেশের সামাজিক পালকীয় কেন্দ্রে যুব-এনিমেটরদের নিয়ে দু’দিনব্যাপী দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণটি প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ ধর্মপ্রদেশের যুবসমন্বয়কারী ফাদার তিতুস মৃ। অনুষ্ঠানটি শুরু হয় উদ্বোধনী নৃত্য, স্বাগতভাষণ ও শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে। পরে ‘যুব এনিমেটরদের ভূমিকা, গুরুত্ব ও করণীয়’ বিষয়ে উপস্থাপন করেন ফাদার অশেষ মার্শেলিনুস দিও। এরপর দলগতভাবে যুব-এনিমেটর বা স্বেচ্ছাসেবকদের গুণাবলী, প্রতিবন্ধকতা, উত্তরণের উপায় ও করণীয় সম্বন্ধে আলোচনা ও উপস্থাপন করা হয়। এরপর খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার বিজন কুবি। রাতের আহারের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১০ সেপ্টেম্বর সকালে ময়মনসিংহ ধর্মপ্রদেশের বিশপ পনেন পল কুবি সিএসসি খ্রিস্টযাগ উৎসর্গ করেন। যুবাদের উদ্দেশে তিনি তার বক্তব্যে বলেন, ‘সংকীর্ণ ও ভ্রান্ত পথ অতিক্রম করে অন্যের কথা ভাবতে হবে ও দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করতে হবে।’ ‘কাউন্সিলিং পদ্ধতি, গুরুত্ব ও কৌশল’ এর ওপর সেশন পরিচালনা করেন সিস্টার যোসেফিন রোজারিও এসএসএমআই। ‘যুব নেতৃত্ব, গুরুত্ব ও করণীয়’ বিষয়ের ওপর উপস্থাপন করেন ফাদার উইলসন জাম্বিল। ‘কোভিড-১৯ মহামারিতে যুব সচেতনতা ও করণীয়’ বিষয়ে উপস্থাপন করেন ফাদার বাইওলেন চাম্বুগং। প্রশিক্ষণ বিষয়ে মূল্যায়ন ও পরবর্তী কার্যক্রমে ফলপ্রসূ ভূমিকা পালনের প্রতিশ্রুতির মধ্যদিয়ে এই দু’দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি ঘটে। উক্ত প্রশিক্ষণে মোট ৫৫জন যুব-এনিমেটরগণ অংশগ্রহণ করে।