Categories সংবাদ

বাংলাদেশ যাজকভ্রাতৃসংঘের আয়োজনে ধর্মপ্রদেশীয় যাজকদের বয়সভিত্তিক গঠন-প্রশিক্ষণ-২০২৪

যাজকীয় জীবনের বসন্তকালে পরিচয়, প্রাপ্তি ও প্রত্যাশা” এই মূলসুরকে কেন্দ্র করে গত ৬-১০ মে ২০২৪ খ্রিস্টাব্দে খুলনার কারিতাস আঞ্চলিক অফিসে বাংলাদেশের ৬টি ধর্মপ্রদেশ থেকে ২০০৬-২০১০ খ্রিস্টাব্দের মধ্যে অভিষিক্ত মোট ২৬জন ধর্মপ্রদেশীয় যাজক এই গঠন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। আর ফাদারদেরকে বাংলাদেশের ধর্মপ্রদেশীয় যাজক ভ্রাতৃসংঘের কার্যকরী পরিষদের সভাপতি ফাদার মিন্টু পালমা ও সদস্য ফাদার আলবিনো সরকার, খুলনা ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার যাকোব বিশ্বাস সার্বক্ষণিক সাহচার্য দান করেন। ৬ মে সন্ধ্যার মধ্যে যাজকগণ বাংলাদেশের বিভিন্নপ্রান্ত থেকে এসে খুলনার কারিতাস আঞ্চলিক অফিসে একত্রিত হন। ৭ মে সকালে খুলনা ধর্মপ্রদেশের বিশপ জেমস্ রমেন বৈরাগী খ্রিস্টযাগ উৎসর্গ করেন। তিনি তার উপদেশবাণীতে বলেন যে, আমাদের জীবনের বিভিন্ন ধাপে নবায়িত হতে হয়। আর আমরা যদি নবায়িত মানুষ হয়ে উঠতে পারি তাহলে আমাদের উপরে অর্পিত দায়িত্ব আরও সুন্দরভাবে পালন করতে পারি। উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য ও পুষ্পবর্ষণের মধ্য দিয়ে খুলনা ধর্মপ্রদেশের পক্ষ থেকে ফাদারদেরকে বরণ করে নেওয়া হয়। স্বাগত বক্তব্যে বিডিপিএফ এর সভাপতি সকলকে ধন্যবাদ জানান বিশেষত খুলনা ধর্মপ্রদেশের বিশপ, যাজক ও কারিতাসের সকল কর্মকর্তাদেরকে; কেননা উনারা খুলনায় এই প্রশিক্ষণ কার্যক্রম করার স্থান করে দিয়েছেন। তিনি আরও বলেন, আমাদের প্রত্যেকের জন্যই নবায়ন খুবই গুরুত্বপূর্ণ, আমাদের নবায়নের মধ্য দিয়েই খ্রিস্টভক্তগণও নবায়িত হন। আর নবায়নের মধ্য দিয়ে আমাদের কর্মস্পৃহা আরও বেড়ে যায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন কারিতাস খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক মি. আলবিনো নাথ। এরপর বিশপ জেমস রমেন এই নবায়ন কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

 

পরে ফাদার আলবিন গমেজ সাক্রামেন্তীয় পালকীয় সেবাকাজে আনন্দ এবং দায়িত্ববোধ, ফাদার যাকোব বিশ্বাস ধর্মপ্রদেশ প্রশাসন পারস্পারিক সম্পর্ক, ফাদার বাবলু সরকার ভ্রাতৃত্বের বন্ধনে সহযাত্রা, চ্যালেঞ্জ উত্তরণ এই বিষয়গুলোর উপর ভিন্ন ভিন্ন সময়ে উনাদের জীবনাভিজ্ঞতালব্ধ প্রাণবন্ত  উপস্থাপনা তুলে ধরেন। এছাড়াও কোর্সে অংশগ্রহণকারী বেশীরভাগ যাজকগণও উনাদের নির্ধারিত বিষয়ের উপরে জীবন অভিজ্ঞতা ও বাস্তবতার আলোকে সহভাগিতা করেন। এছাড়াও কোর্সের আরও বিশেষ দিক ছিল খুলনার বিশপস্ হাউসে বিশপ মহোদয়ের নিমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ, সুন্দরবন, শেলাবুনিয়া ও বাগেরহাট ধর্মপল্লী পরিদর্শন, তাদের আতিথেয়তা গ্রহণ এবং বিশেষ করে বাগেরগাটের মারীয়াপল্লীতে জনগণের সাথে জপমালা প্রার্থনায় অংশগ্রহণ।

 

সংবাদদাতা: ফাদার রুবেন এস, গমেজ