প্রথম বাংলাদেশী ভাতিকান কূটনীতিক রাজশাহীর ফাদার লিংকু লেণার্ড লরেন্স গমেজ

প্রথম বাংলাদেশী ভাতিকান কূটনীতিক
রাজশাহীর ফাদার লিংকু লেণার্ড লরেন্স গমেজ

গত ১ জুলাই রাজশাহী ধর্মপ্রদেশের ফাদার লিংকু লেণার্ড গমেজ, ভাতিকান রাষ্ট্র থেকে সেন্ট্রাল আমেরিকার পানামাতে ভাতিকানের রাষ্ট্রদূতের সেক্রেটারী হিসেবে কুটনীতিক সেবাদায়িত্ব পালনের জন্য নিয়োগ পান। তিনিই বাংলাদেশ থেকে প্রথম যিনি কোন ভাতিকান দূতাবাসে এই সেবাদায়িত্ব পালন করার জন্য নিয়োগপ্রাপ্ত হন। ফাদার ফাদার লিংকু লেণার্ড লরেন্স গমেজ রাজশাহী ধর্মপ্রদেশের বোর্ণী মারীয়াবাদ ধর্মপল্লীর কৃতি সন্তান।
২৭ ডিসেম্বর ২০১৩ খ্রিস্টাব্দে যাজক হিসেবে অভিষিক্ত হন ফাদার লিংকু গমেজ। অতপর যাজকীয় জীবনের অভিজ্ঞতা অর্জন করেন আন্ধারকোঠা, চাঁনপুকুর ধর্মপল্লীগুলোতে পালকীয় সেবাদায়িত্ব পালন করার মধ্য দিয়ে। উচ্চ শিক্ষার জন্য তাকে ইতালির রোমে প্রেরণ করা হয়। ২০১৯ খ্রিস্টাব্দে মাণ্ডলীক আইনের উপর লাইন্সেসিয়েট ও ২০২১ খ্রিস্টাব্দে একই বিষয়ের উপর ডক্টরেট ডিগ্রী অর্জন করেন। অতপর ভাতিকানের কূটনীতিক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তার এই নিয়োগে তিনি ঈশ্বর, কর্তৃপক্ষ ও সকলকে ধন্যবাদ জানানোর সাথে সাথে সকলের প্রার্থনা প্রত্যাশা করেন। রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও বলেন, ফাদার লিংকুর নিয়োগ প্রাপ্তিতে আমি অনেক তৃপ্তি ও আনন্দ অনুভব করছি। ফাদার লিংকুর জন্য গর্বিত। তিনিই প্রথম বাংলাদেশী যিনি পুণ্যপিতা পোপের প্রতিনিধির সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করবেন। এই নিয়োগ নিশ্চিতভাবেই বাংলাদেশ কাথলিক মণ্ডলীর পরিপক্কতা অর্জনের একটি চিহৃ। আমি মনে করি এই পরিপক্কতা অর্জনের পথে আমাদের আরও অনেকদূর যেতে হবে। মিশনারীগণ আমাদের দেশে খ্রিস্টের বাণী বহন করে নিয়ে এসেছিলেন। আমরা তাঁদের কাছ থেকে খ্রিস্টবিশ্বাসসহ অনেক কিছুই লাভ করেছি। এখন আমাদের সময় এসেছে দেওয়ার। আমাদের ফাদার, ব্রাদার, সিষ্টারগণ ইতোমধ্যেই বিভিন্ন দেশে মিশনারী কাজ করছেন। আমাদের ধর্মপ্রদেশের বেশ কয়েকজন ধর্মপ্রদেশীয় যাজক আমেরিকা ও ইউরোপে মিশিনারী হয়েছেন। এখন আমাদের লক্ষ্য হলো এইভাবে আমাদের মিশনারী দায়িত্ব পালন করা। ভবিষ্যতে সুযোগ হলে রাজশাহী ধর্মপ্রদেশ থেকে আমরা পোপ মহোদয়ের কাজের জন্য আরো বেশি কর্মী দিয়ে তাঁকে বিশ্বমণ্ডলীর সেবাদায়িত্ব পালনে সহায়তা করব। ফাদার লিংকু লেণার্ড গমেজের মধ্যদিয়ে রাজশাহী ধর্মপ্রদেশ তথা গোটা বাংলাদেশের পরিচয় বিশ্ব মাঝে ছড়িয়ে পড়ুক।

সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত

পূর্ণ নাম: ফাদার লিংকু লেনার্ড লরেন্স গমেজ
পিতা: প্যাট্রিক গমেজ
মাতা: যোয়ান্না সরু গমেজ
জন্ম: ১৭ নভেম্বর, ১৯৮১ খ্রিস্টাব্দ।
ভাইবোন: ৬ ভাই ২ বোন
ধর্মপল্লী: শক্তিমতি কুমারী মারীয়ার ধর্মপল্লী, বোর্ণী, রাজশাহী ধর্মপ্রদেশ।
প্রাইমারী স্কুল: সেন্ট মেরীস প্রাইমারী স্কুল ১৯৮৭-১৯৯৩ খ্রিস্টাব্দ।
হাইস্কুল: সেন্ট লুইস হাই স্কুল ১৯৯৪-১৯৯৮ খ্রিস্টাব্দ।
এসএসসি: সেন্ট লুইস হাই স্কুল ১৯৯৯ খ্রিস্টাব্দ (রাজশাহী বিভাগ)
এইএসসি: দিনাজপুর সরকারী কলেজ, দিনাজপুর ২০০১ খ্রিস্টাব্দ (সুইহারী সেমিনারী, ১৯৯৯-২০০১ খ্রিস্টাব্দ)
বিএসএস: নটরডেম কলেজ, ঢাকা, ২০০৫ খ্রিস্টাব্দ(রমনা সেমিনারী২০০২-২০০৫ খ্রিস্টাব্দ)
দর্শনশাস্ত্র ও ঐশতত্ত্ব: পবিত্র আত্মার উচ্চ সেমিনারী, বনানী, ঢাকা ২০০৬-২০১২ খ্রিস্টাব্দ।
ডিকন অভিষেক: বনানী সেমিনারী ২৮ জুন ২০১২ খ্রিস্টাব্দ।
যাজকীয় অভিষেক: ২৭ ডিসেম্বর ২০১৩ খ্রিস্টাব্দ।
যাজক হিসেবে পালকীয় কর্মক্ষেত্র: আন্ধারকোঠা, চাঁনপুকুর ধর্মপল্লী।
উচ্চ শিক্ষা: উর্বানীয়ানা ইউনিভারসিটি, রোম (মাণ্ডলিক আইনের উপর licensecate degree  লাভ) ২০১৬-২০১৯ খ্রিস্টাব্দ।
ডক্টরেট ডিগ্রী: লাতেরান পন্টিফিকাল ইউনিভারসিটি, রোম থেকে, মা-লিক আইনের উপর ২০১৯-২০২১ খ্রিস্টাব্দ।
ডক্টরেট ডিগ্রী লাভ: ১৪ জুন ২০২১ খ্রিস্টাব্দ।

কৃতজ্ঞতা স্বীকার :

বরেন্দ্রদূত অনলাইনের সৌজন্যে