Categories সংবাদ

“প্রকৃতি ও পরিবেশ দিবস” উপলক্ষে প্রার্থনা

“প্রকৃতি ও পরিবেশ দিবস” উপলক্ষে প্রার্থনা

(লাউদাতো সিসপ্তাহ, ১৬২৪, ২০২০)

 

হে প্রেমময় সর্বশক্তিমান প্রভু,

তুমিই স্বর্গ ও মর্ত্য এবং তার যাবতীয় সৃষ্টির একমাত্র স্রষ্টা।

 

তোমার প্রতিমূর্তিতে তুমি আমাদের সৃষ্টি করেছো

তোমার সকল সৃষ্টি এবং সর্বজনের বসতবাড়ি আমাদের এই ধরিত্রীকে

তত্ত্বাবধান করার দায়িত্ব তুমি আমাদের  ওপর ন্যস্ত করেছো।

 

সূর্যালো, জলরাশি ও ফলশালী ভূসম্পদ দান করে,

তুমি আমাদের ধন্য করেছো,

যেন এর দ্বারা সকল মানুষের খাদ্যপুষ্টি  সাধিত হয়।

 

আমাদের হৃদয়-মন উম্মুক্ত করো এবং আমাদের অন্তর স্পর্শ করো,

যেন আমরা তোমার দান এই সৃষ্টির যত্ন নিতে পারি।

 

তুমি আমাদের সচেতন হতে সাহায্য করো, যাতে আমরা বুঝতে পারি যে,

সর্বজনের বসতবাড়ি এই পৃথিবী শুধু আমাদের জন্য নয়,

 বরং ভবিষ্যতের সকল প্রজন্মের জন্য তুমি সৃষ্টি করেছো,

আর সেই উদ্দেশ্যে তা সুরক্ষা করার দায়িত্ব তুমি আমাদের হাতে অর্পণ করেছো।

 

মানুষের প্রয়োজনীয় খাদ্য ও সম্পদের নিরাপত্তা দান করতে,

 আমরা যেন প্রত্যেককে সাহায্য করতে পারি। 

 

বর্তমান কঠিন দুর্যোগে, যারা অভাবী,

বিশেষভাবে যারা হতদরিদ্র ও পিছে-ফেলে-রাখার ঝুঁকি মধ্যে যারা আছে,

তাদের পাশে যেন আমরা দাঁড়াতে পারি। 

 

আমাদের ভয়-ভীতি, উদ্বেগ ও একাকীত্বের মধ্যে তুমি আশা সঞ্চার করো,

যেন আমরা অন্তরে সত্যিকার পরিবর্তন উপলব্ধি করতে পারি।

 

বর্তমানকালের বৈশ্বিক মহামারিজনিত অশুভ সকল প্রভাব মোকাবেলা করতে,

মানব-সংহতির প্রতিষ্ঠার জন্য, তুমি নব-পথ প্রদর্শন করতে আমাদের সাহায্য করো।

 

সর্বজনের মঙ্গল সাধন করার জন্য প্রয়োজনীয় সকল পরিবর্তন গ্রহণ করতে

তুমি আমাদের সৎসাহস দান করো।

 

পৃথিবীর আর্তনাদ ও দরিদ্রদের আকুল কান্না থেকে

তাদেরকে উদ্ধার করার সকল প্রচেষ্টায়,

অতীতের তুলনায় সম্প্রতিকালে, আমরা যে পরস্পরের সঙ্গে আরও সংযুক্ত,

এই সত্য আমরা যেন উপলব্ধি করতে পারি।  আমেন ॥

সৌজন্যে:  এফএবিস-ওএইচডি

অনুবাদে: কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও, সিএসসি.