পোপ (এমিরিতুস) ষোড়শ বেনেডিক্ট ইতিহাসের প্রবীণতম পোপ

গত ৪ সেপ্টেম্বর ২০২০ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার পোপ(এমিরিতুস) ষোড়শ বেনেডিক্ট ৯৩ বছর ৫ মাসে পদার্পণ করলেন আর এর মধ্য দিয়ে ইতিহাসের প্রবীণতম পোপ হওয়ার ইতিহাস সৃষ্টি করলেন। এপ্রিল ১৬, ১৯২৭ খ্রিস্টাব্দে জন্মগ্রহণকারী পোপ ষোড়শ বেনেডিক্টের পূর্বনাম যোসেফ রাৎসিঙ্গার। ইতালির বিশপ সম্মিলনীর পত্রিকা আভ্যেনির ও ফামিলিয়া খ্রিস্টিয়ানা জানায়, পোপ ষোড়শ বেনেডিক্টের আগে পোপ ত্রয়োদশ লিও প্রবীণতম পোপ ছিলেন, যিনি ১৯০৩ খ্রিস্টাব্দে ৯৩ বছর বয়সে মারা যান। পোপ বেনেডিক্টকে উদ্দেশ্য করে ফামিলিয়া খ্রিস্টিয়ানা (Famiglia Cristiana)লেখে, পৃথিবী ও মÐলীর সেবায় ৩৪,১১১ দিন। পোপ ষোড়শ বেনেডিক্টের আগে প্রবীণতম পোপ হিসেবে বিবেচিত হওয়া পোপ ত্রয়োদশ লিও সামাজিক সমস্যার ওপর ১ম সর্বজনীন পত্র লিখে বিশেষ পরিচিতি পান। পোপ বেনেডিক্ট স্বল্পকালীন (১৯ এপ্রিল ২০০৫- ২৮ ফেব্রæয়ারি২০১৩) পোপীয় সেবাদায়িত্ব পালন করেন। পোপের দায়িত্ব থেকে অবসর নেওয়ার পর তিনি নীরব-ধ্যানীয় জীবন কাটাচ্ছেন ভাতিকানের একটি আশ্রমে। বিগত জুন মাসে তিনি তাঁর  ৯৬ বছরের ভাই জর্জকে দেখতে বাভারিয়াতে যান। দু’ভাই ১৯৫১ খ্রিস্টাব্দের জুন মাসে একসাথে যাজক হিসেবে অভিষিক্ত হন। বিগত ১ এপ্রিল ভাই জর্জ মারা যান। সম্প্রীতি তিনি হুইল চেয়ারে বেরিয়ে এসে দেখা দেন। তাঁর জার্মান জীবনীকার পিটার সীওল্ড জানান, পোপ বেনেডিক্টের স্বাস্থ্য বেশ ভেঙ্গে পড়ছে বলে মনে হয়।