পবিত্র ক্রুশ যাজক সংঘে জয়ন্তী উৎসব, আজীবন সন্ন্যাসব্রত গ্রহণ ও ডিকন অভিষেক অনুষ্ঠান-২০২৫

রাজধানী ঢাকার রামপুরায় অবস্থিত পবিত্র ক্রুশ যাজক সংঘের যিশুর পবিত্র হৃদয় সংঘপ্রদেশে, গত ২ মে, ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার বিকেলে মহা-খ্রিস্টযাগের মধ্য দিয়ে মহামান্য বিশপ থিওটোনিয়াস গমেজ সিএসসি এর যাজকীয় জীবনের হীরক জয়ন্তী এবং ফাদার এ্যাপোলো লেনার্ড রোজারিও সিএসসি, ফাদার হিউবার্ট যোসেফ পালমা সিএসসি, ফাদার লিটন হিউবার্ট গমেজ সিএসসি এবং ফাদার জর্জ কমল রোজারিও সিএসসি’র যাজকীয় জীবনের রজত জয়ন্তী উৎসব উদযাপন করা হয়।

অন্যদিকে ব্রতীয় জীবনের রজত জয়ন্তী পালন করেন ফাদার মাইকেল কলিন্স সরকার সিএসসি, ফাদার অসীম থিওটোনিয়াস গনসালভেস সিএসসি, ফাদার বিপুল ডেভিড দাস সিএসসি, ফাদার এলিয়াস মংলু হেম্ব্রম সিএসসি, ফাদার সুবল ইগ্নেসিউস কুজুর সিএসসি এবং ফাদার শীতল হিউবার্ট রোজারিও সিএসসি। একই দিনে চারজন সেমিনারীয়ান নয়ন যোসেফ গমেজ সিএসসি (ফৈলজানা ধর্মপল্লী, পাবনা, রাজশাহী), থারসন ফ্রান্সিস সিএসসি (দিগলাকোনা ধর্মপল্লী, ময়মনসিংহ) এবং দুইজন আফ্রিকান সেমিনারীয়ান ভোওয়াম্বালে দেউসি (উগান্ডা) ও ফ্রান্সিস আমুকাসা (কেনিয়া), পবিত্র ক্রুশ সংঘের সুপিরিয়র জেনারেল ব্রাদার পল ব্যানার্জিক সিএসসি’র নিকট আজীবনের জন্য কৌমার্য, দরিদ্রতা ও বাধ্যতার পবিত্র সন্ন্যাসব্রত গহণ করেন।

জয়ন্তী উৎসব ও আজীবন সন্ন্যাসব্রত গ্রহণ অনুষ্ঠানের মহা-খ্রিস্টযাগে পৌরহিত্য করেন ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ ওএমআই। উপদেশ বাণীতে তিনি বলেন, “আমাদের বাংলাদেশ মণ্ডলীতে পবিত্র ক্রুশ যাজক সংঘ একটি আলোকবর্তিকা। তারা তাদের জীবন ও জীবনের সকল কর্ম দ্বারা দিনকে দিন আমাদেরকে আলোকিত ও গৌরবান্বিত করে যাচ্ছে। আজকের এই দিনে পবিত্র ক্রুশ সংঘের সাথে আমরাও প্রার্থনা করি, যারা জয়ন্তী পালন করছে এবং যারা আজীবনের জন্য পবিত্র সন্ন্যাসব্রত গ্রহণের জন্য মনোনীত হয়েছে, তারা যেন আশার তীর্থযাত্রী হয়ে ভক্তমণ্ডলীর তীর্থযাত্রায় অংশগ্রহণ করতে পারেন।”

পরদিন ৩ মে, ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার সকালে, ডিকন পদাভিষেক অনুষ্ঠানে মহা-খ্রিস্টযাগ উৎসর্গ করেন বরিশাল ধর্মপ্রদেশের বিশপ ইম্মানুয়েল কে. রোজারিও। তিনি আজীবন সন্ন্যাসব্রত গ্রহণকারী বাংলাদেশী দুইজন সেমিনারীয়ান নয়ন যোসেফ গমেজ সিএসসি (ফৈলজানা, রাজশাহী) এবং থারসন ফ্রান্সিস সিএসসি (দিগলাকোনা, ময়মনসিংহ) কে ডিকন পদে অভিষিক্ত করেন। ডিকন অভিষেক খ্রিস্টযাগের উপদেশ বাণীতে তিনি বলেন, “নয়ন এবং থারসন, তোমরা আজ থেকে মনেপ্রাণে প্রভুর বেদী, তাঁর মঙ্গলবাণী ও সেবাকাজের স্বীকৃত সেবক। মণ্ডলীতে তোমরা যে সেবাকাজ করবে তার কোন নির্দিষ্ট সময়সীমা নেই বরং তা সারা জীবনের জন্য একটি পবিত্র দায়িত্ব। সচেতন থেকো, তোমাদের সেবাকাজ যেন তোমাদের জীবন ও মণ্ডলীকে সর্বদা পবিত্রতা দান করে। আর মনে রেখো, তোমাদের আজকের এই আহ্বান ও অভিষেক, আপাদ-মস্তক একজন ‘অপর-খ্রিস্ট’ হয়ে উঠারও আহ্বান ও অভিষেক!”

দুই দিনের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ ওএমআই, কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি, আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার সিএসসি, বিশপ থিওটোনিয়াস গমেজ সিএসসি, পবিত্র ক্রুশ সংঘের সুপিরিয়র জেনারেল ব্রাদার পল ব্যানার্জিক সিএসসি এবং বাংলাদেশে পবিত্র ক্রুশ যাজক সংঘের প্রভিন্সিয়াল ফাদার জর্জ কমল রোজারিও সিএসসি সহ ৯৫ জন ফাদার। এছাড়াও উপস্থিত ছিলেন ব্রাদার, সিস্টার, সেমিনারীয়ান এবং জয়ন্তী ও আজীবন সন্ন্যাসব্রত গ্রহণকারীদের আত্মীয়-স্বজনগণ।

রিপোর্ট : ডিকন নয়ন যোসেফ গমেজ, সিএসসি

Leave a Reply