গত ৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টবর্ষ, পবিত্র আত্মা উচ্চ সেমিনারী মিলনায়তন, বনানীতে -প্রভু, আমাদের প্রার্থনা করতে শেখান (লুক ১১:১) এর উপর সেমিনারের আয়োজন করা হয়। উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন সেমিনারীর পরিচালকমণ্ডলী, অধ্যাপকবৃন্দ এবং দর্শন ও ঐশতত্ত্ব বর্ষের সকল শিক্ষার্থীবৃন্দ। সেমিনার পরিচালনা করেন রাজশাহী ধর্মপ্রদেশের ফাদার প্যাট্রিক গমেজ । তিনি তার উপস্থাপনায় বলেন, সেমিনারীতে গঠন জীবনে প্রার্থনার গুরুত্ব অপরিসীম। আধ্যাত্মিক জীবন আবর্তিত হয় প্রার্থনার জীবন দ্বারা। তিনি সাধু-সাধ্বীদের জীবনীর উপর আলোকপাত করে প্রার্থনার আর্দশকে তুলে ধরেন। সেমিনারের মূল উদ্দেশ্যই ছিল ২০২৫ খ্রিস্টবর্ষে ও খ্রিস্ট জন্ম-জয়ন্তী্’ উপলক্ষে পোপ মহোদয় কতৃর্ক ঘোষিত ‘প্রার্থনা বর্ষ-২০২৪’, এ বর্তমানে ব্রতধারী ও সেমিনারীয়ানগণ যেন প্রার্থনা সম্পর্কে কিছু সুস্পষ্ট ও অভিজ্ঞতালব্দ জ্ঞান লাভ করতে পারেন। ফাদার প্যাট্রিক গমেজকে ফুলেল শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করার মধ্য দিয়ে সেমিনার সমাপ্ত হয়। সেমিনার শেষে দর্শন দ্বিতীয় বর্ষের সেমিনারীয়ানগণ Artificial Intelligence Replaces Human Consciousness’এর উপর বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিতর্ক প্রতিযোগিতা পরিচালনা করেন ফাদার ইনবার্ট কোমল খান।
রিপোর্ট প্রদান : মিঠুন মাথিয়াস এক্কা