চট্টগ্রাম আর্চডাইয়োসিসের মেট্রোপলিটান আর্চবিশপ পদে পরম শ্রদ্ধেয় লরেন্স সুব্রত হাওলাদার, সিএসসির অধিষ্ঠান অনুষ্ঠান

শনিবার, ২২ মে ২০২১ খ্রিস্টাব্দ তারিখ সকাল ৯টায় অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম আর্চডাইয়োসিসের মেট্রোপলিটান আর্চবিশপ পদে পরম শ্রদ্ধেয় লরেন্স সুব্রত হাওলাদার, সিএসসি অধিষ্ঠান গ্রহণ করেছেন। ভাটিকান সিটি হতে ক্fথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু মহামান্য পোপ ফ্রান্সিস ১৯ ফেব্রæয়ারি তারিখে তাকে চট্টগ্রামের আর্চবিশপ পদে নিযুক্ত করেন। আর্চবিশপ নিযুক্ত হওয়ার পূর্বে তিনি ২০১৫ খ্রিস্টাব্দ থেকে বরিশাল ডাইয়োসিসের বিশপ পদে দায়িত্ব পালন করছিলেন। ২০০৯ থেকে ২০১৫ খ্রিস্টাব্দ পর্যন্ত চট্টগ্রাম ডাইয়োসিসের সহকারী বিশপ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন পরম শ্রদ্ধেয় লরেন্স সুব্রত হাওলাদার, সিএসসি।

খ্রিস্টযাগের মাধ্যমে পরম শ্রদ্ধেয় লরেন্স সুব্রত হাওলাদার, সিএসসি’কে চট্টগ্রামের আর্চবিশপ পদে অধিষ্ঠিত করেন ঢাকার আর্চবিশপ ও বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনীর প্রেসিডেন্ট পরম শ্রদ্ধেয় বিজয় এন. ডি’ক্রুজ, ওএমআই এবং ঢাকার অবসরপ্রাপ্ত আর্চবিশপ, মহামান্য কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও, সিএসসি। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পুণ্যপিতা পোপের প্রতিনিধি ও ভাটিকান রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরী, রাজশাহীর বিশপ জের্ভাস রোজারিও, ময়মনসিংহের বিশপ পল পনেন কুবি, সিএসসি, খুলনার বিশপ জেমস্ রমেন বৈরাগী, দিনাজপুরের বিশপ সেবাস্টিয়ান টুডু, সিলেটের মনোনীত বিশপ শরৎ ফ্রান্সিস গোমেজ এবং ঢাকার অবসরপ্রাপ্ত সহকারী বিশপ থিয়োটনিয়াস গমেজ, সিএসসি।

খ্রিস্টযাগে আরো উপস্থিত ছিলেন ৩২ জন যাজক এবং ২৩ জন ব্রাদার ও সিস্টার এবং ৬৪ জন খ্রিস্টভক্ত। দেশব্যাপী কোভিড-১৯ সংক্রমণ না কমায় শুধুমাত্র প্রতিনিধিগণের উপস্থিতিতে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে অধিষ্ঠান খ্রিস্টযাগটি অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি বিপুল সংখ্যক খ্রিস্টভক্ত ফেসবুক লাইভ মাধ্যমে অনলাইনে খ্রিস্টযাগে অংশগ্রহণ করেছেন।

লরেন্স সুব্রত হাওলাদার, সিএসসি’কে খুতুব পরিয়ে দিচ্ছেন ফাদার নিকোলাস নকরেক

অধিষ্ঠানের পূর্বদিন ২১ মে ২০২১ খ্রিস্টাব্দ তারিখ শুক্রবার বিকাল ৫.০০ টায় চট্টগ্রামের আর্চবিশপ প্রাঙ্গনে এসে পৌঁছলে নবনিযুক্ত আর্চবিশপ পরম শ্রদ্ধেয় লরেন্স সুব্রত হাওলাদার, সিএসসি’কে দেশীয় কৃষ্টিতে পা ধুয়ে বরণ করে নেয়া হয়। এছাড়া চট্টগ্রাম আর্চডাইয়োসিসে বিদ্যমান ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর কৃষ্টি অনুসারে আর্চবিশপ মহোদয়কে চন্দন তিলক প্রদান, রাখি বন্ধন, ত্রিপুরা রিশা পরিধান, ফুলের মালা, খুথুব পরিধান ও রূমাল উপহার দিয়ে কৃষ্টিগত চিহ্নের মাধ্যকে বরণ করা হয়। সন্ধ্যা ৬ টায় নবনিযুক্ত আর্চবিশপ মহোদয়ের মঙ্গলার্থে পবিত্র সংস্কারের আরাধনা অনুষ্ঠিত হয় পবিত্র জপমালা রাণী ক্যাথিড্রাল গির্জায়।

শনিবার, ২২ মে ২০২১ খ্রিস্টাব্দ তারিখে খ্রিস্টযাগ শেষে চট্টগ্রামের নবনিযুক্ত মেট্রোপলিটান আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার, সিএসসি; সম্প্রতি দায়িত্বগ্রহণকারী ঢাকার মেট্রোপলিটান আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ, ওএমআই এবং সিলেটের মনোনীত বিশপ শরৎ ফ্রান্সিস গমেজকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এ’সময় বক্তব্য রাখেন পুণ্যপিতা পোপের প্রতিনিধি ও ভাটিকান রাষ্ট্রদূত পরম শ্রদ্ধেয় আর্চবিশপ জর্জ কোচেরী। বক্তব্যে তিনি পুণ্যপিতা পোপ ফ্রান্সিস কর্তৃক আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার, সিএসসি’কে বরিশাল ডাইয়োসিসের প্রৈরিতিক প্রশাসক নিয়োগের ঘোষণা দান করেন। আরো বক্তব্য রাখেন ঢাকার আর্চবিশপ ও বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনীর প্রেসিডেন্ট পরম শ্রদ্ধেয় বিজয় এন. ডি’ক্রুজ, ওএমআই ও মহামান্য কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও, সিএসসি।

অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন নবনিযুক্ত আর্চবিশপ পরম শ্রদ্ধেয় লরেন্স সুব্রত হাওলাদার, সিএসসি। প্রয়াত আর্চবিশপ মজেস এম. কস্তা, সিএসসি’র অকস্মাৎ মৃত্যুর পর ১৫ জুলাই ২০২০ খ্রিস্টাব্দ থেকে ধর্মপ্রদেশীয় প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে যাওয়া শ্রদ্ধেয় ফাদার লেনার্ড সি. রিবেরুকে এ সময় খ্রিস্টভক্তগণের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। ফাদার লেনার্ড সি. রিবেরুর ধন্যবাদ বক্তব্যের মাধ্যমে শেষ হয় অনাড়ম্বর অধিষ্ঠান অনুষ্ঠান। 

উল্লেখ্য যে চট্টগ্রাম ডাইয়োসিস এর এলাকা বাংলাদেশের ৯টি প্রশাসনিক জেলা জুড়ে বিস্তৃত। জেলাগুলো হলো: চাঁদপুর, লক্ষীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান এবং কক্সবাজার। এই জেলাগুলোতে কাথলিক খ্রিস্টানদের প্যারিশ বা চার্চ আছে ১১টি এবং সাব-প্যারিশ আছে ৫টি।

আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার, সিএসসি ১৯৬৫ খ্রিস্টাব্দের ১১ সেপ্টেম্বর তারিখে বরিশাল সদরের নবগ্রাম রোড, গোলপুকুরপাড়ে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮২ খ্রিস্টাব্দে এসএসসি, ১৯৮৪ খ্রিস্টাব্দে এইচএসসি এবং ১৯৮৬ খ্রিস্টাব্দে স্নাতক ডিগ্রী অর্জন করেন। ১৯৯৪ খ্রিস্টাব্দে তিনি একজন কাথলিক যাজক পদে অভিষিক্ত হন। ২০০০ থেকে ২০০৪ খ্রিস্টাব্দ পর্যন্ত তৎকালীন যাজক লরেন্স সুব্রত হাওলাদার, সিএসসি ইতালীর রোমে অবস্থিত পন্টিফিকাল গ্রেগরিয়ান ইউনিভার্সিটিতে মনোবিজ্ঞান, আধ্যাত্মিকতা ও কাউন্সিলিং বিষয়ে উচ্চ শিক্ষা গ্রহণ শেষে লাইসেনসিয়েট ডিগ্রী অর্জন করেন।

সংবাদ দাতা: মানিক উইলভার ডি’কস্তা