পৌঢ়ত্বে আপনারা অবস্থান করছেন, তা কোন অসুস্থতা নয় কিন্তু বিশেষ সুযোগ বটে। গত ১৬ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার ইতালির লোম্বার্ডি অঞ্চলের কারাভাজ্জ এলাকায় ভ্রাতৃত্ব দিবস উদযাপনের দিন অসুস্থ ও বয়ষ্ক পুরোহিতদের উদ্দেশ্য করে পোপ ফ্রান্সিস উপরোক্ত কথাগুলো বলেন। একটি চিঠিতে তিনি তাদেরকে বাইবেলে বর্ণিত বৃদ্ধ শিমিয়োন ও আন্নার কথা চিন্তা করতে বলেন। কেননা তাদের পৌঢ়ত্বকালেই তাদের জীবনে পূর্ণভাবে মঙ্গলবার্তা প্রবেশ করেছে এবং যিশুকে তাদের কোলে তুলে নিয়ে তারা সকলের কাছে অনুগ্রহের কথা ঘোষণা করলেন।
বয়ষ্করা – স্বপ্নবাহক: পোপ ফ্রান্সিস বলেন যে, অসুস্থ ও বয়ষ্করা শুধুমাত্র সহায়তা গ্রহণকারী ব্যক্তি নয়, তারা সমাজের নায়ক। বয়ষ্কদের উৎসাহ দিয়ে বলেন, আপনারা স্বপ্ন বপন করেন, যে স্বপ্নগুলো স্মৃতিতে ভরপুর। তাই তা যুব প্রজন্মের জন্য অতীব গুরুত্বপূর্ণ। খ্রিস্টীয় জীবন ও কাজে সমৃদ্ধ হবার রস আসে আপনাদের কাছ থেকে । এমনকি অসুস্থ পুরোহিতেরা তাদের কষ্টের সময়ে যন্ত্রণাময় ও ক্রুশ বহনকারী যিশুর অনুরূপ হয়ে ওঠার বিশেষ সুযোগ অভিজ্ঞতা করছেন। যে ধর্মপল্লী বা সমাজ অসুস্থ ও বয়ষ্কদের যত্ন দান করে তারা যিশুতে গ্রোথিত। পোপ মহোদয় তার বক্তব্যের শেষে সকলকে বয়ষ্ক ও রোগিদের জন্য এবং তার নিজের নিজের জন্য যিনি কিছুটা বৃদ্ধ এবং অসুস্থ প্রার্থনা করার অনুরোধ করেন।
ভ্রাতৃত্ব দিবস: উক্ত দিবসে মিলানের আর্চবিশপ মারিও দেলপিনি কারাভাজ্জ্র সান্তা মারীয়া দি ফন্তে নামক তীর্থস্থানে খ্রিস্টযাগে পৌরহিত্য করেন। খ্রিস্টযাগে বিশেষভাবে প্রার্থনা করা হয় সেসকল প্রয়াত পুরোহিতদের জন্য যারা কোভিড-১৯ এ মারা গেছেন। কোভিডে ইতালির ৩০০ জন পুরোহিতের মধ্যে ৯২ জন ছিলেন লোম্বার্ডি অঞ্চলের।