অস্ট্রেলিয়ার বাঙালিদের মাঝে বাংলাদেশের বিশপগণ

ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ ওএমআই ও  খুলনা ধর্মপ্রদেশের বিশপ জেমস রমেন  বৈরাগি ১৯ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দে অস্ট্রেলিয়ার সিডনী শহরে অবতরণ করেন। তারা ইতোমধ্যে অস্ট্রেলিয়ার বিভিন্ন ধর্মপদেশের বিশপদের সাখে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা করেন। সফরের শেষদিকে বাংলাদেশ খ্রিষ্টিয়ান এসোসিয়েশন অস্ট্রেলিয়া ইনক্ এর আয়োজিত খ্রিস্টযাগ অংশগ্রহণ করেন। গত ৪ আগস্ট রোজ রবিবার দুপুর ১ ঘটিকায় বাংলা খ্রিস্টযাগ অনুষ্ঠিত হয়। এতে সিডনী প্রবাসী শত শত খ্রিস্টভক্তগণ যোগদান করেন। বাংলাদেশে চলমান অস্থিরতায় উদ্বিগ্নতা প্রকাশ করেন এবং দেশের শান্তির জন্য সকলকে প্রার্থনা করতে বলেন। একইসাথে খ্রিস্টযাগেও বিশেষ উদ্দেশ্য রাখা হয় বাংলাদেশের শান্তির জন্য।

খ্রিস্টযাগের শেষে প্রবাসী খ্রিস্টভক্তদের সাথে আর্চবিশপসহ অতিথিরা মধ্যাহ্নভোজে মিলিত হন। অতপর তারা বাংলাদেশ খ্রিষ্টিয়ান এসোসিয়েশন অস্ট্রেলিয়া ইনক  প্রদত্ত সংম্বর্ধনা গ্রহণ করেন। একই সাথে উক্ত সংগঠনের বিশেষ আয়োজন ঐতিহ্যবাহী পিঠামেলা উপভোগ করেন। উল্লেখ্য গ্রামবাংলার বহু রকমারীর মুখরোচক প্রায় সকল পিঠার সমাহার ছিল পিঠামেলাতে।  

দিনশেষে প্রবাসী বাঙালি ছেলেমেয়েরা আর্চবিশপসহ অতিথিদের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। যেখানে দেশীয় ঐতিহ্যেও অনেক উপস্থাপনা থাকে। বিদেশে থেকেও বাংলাদেশের সংস্কৃতি ও ভাষার প্রতি ভালোবাসা দেখে আর্চবিশপ মুগ্ধ হন এবং এই ঐতিহ্য ধরে রেখে সামনের দিকে এগিয়ে চলতে উৎসাহ দান করেন। ৫ আগস্ট আর্চবিশপ অস্ট্রেলিয়া ত্যাগ করেন।

সংবাদদাতা: মিন্টু রোজারিও